কুমিল্লা থেকে ট্রেনে করে রাজধানী ঢাকার তেজগাঁওয়ে বাবার বাসায় আসছিলেন সন্তানসম্ভাবা রুমা আক্তার। বিমানবন্দর রেল স্টেশন এলাকায় ট্রেন থেকে নামেন তিনি। ঠিক তখনই ওঠে প্রসব বেদনা। এগিয়ে আসে রেলওয়ে পুলিশ। তাদের সার্বিক সহায়তায় প্ল্যাটফর্মেই সন্তান প্রসবের ব্যবস্থা করা হয়। সেখানেই রুমা জন্ম দেন ফুটফুটে এক কন্যাশিশুর।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে নবজাতকের মা রুমা আক্তার জানান, তার স্বামীর বাড়ি কুমিল্লায়। সন্তানসম্ভাবা হওয়ায় তেজগাঁওয়ে তার বাবার বাড়ি আসছিলেন তিনি। ইতোমধ্যে তার বাবা এসে স্টেশন থেকে তাকে নিতে আসার জন্য রওনা দিয়েছিলেন বলেও জানান তিনি।
মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে তাদেরকে ভর্তির ব্যবস্থা করা হয়েছে বলেও রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC