জামালপুরের সরিষাবাড়ি থানাধীন আওনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে কুমিল্লার মেঘনা থানাধীন চানপুর গ্রাম থেকে নিখোঁজ হওয়া ৮ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে শিশুটিকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার মেঘনা থানার চানপুর গ্রামের রফিকউদ্দীনের পুত্র হাসান (২৭) এবং নুরু (৪০)।
পুলিশ জানায়, শনিবার রাত পৌনে ১টার দিকে জামালপুরের সরিষাবাড়ী থানাধীন আওনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড থেকে একজন কলার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে জানান, গভীর রাতে দুই ব্যক্তি একটি ৮-৯ বছরের শিশুকে নিয়ে তার বাড়িতে রাতে থাকার জন্য আশ্রয় প্রার্থনা করায় তিনি তাদের ঘরে আশ্রয় দিয়েছেন।
কিন্তু তাদের আচরণ ও কথাবার্তায় তার সন্দেহ হওয়ায় তিনি ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশি সহায়তা চান।
কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল সজীব বড়ুয়া এবং কলার ও সংশ্লিষ্ট থানা-পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ডেসপাচার এসআই আব্দুর রশীদ।
৯৯৯ থেকে সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং শিশুসহ অপহরণকারী হাসানকে থানায় নিয়ে আসে। আরেক অপহরণকারী নুরু (৪০) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরে ধামরাই থানা পুলিশ নুরুকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
এরপর জিজ্ঞাসাবাদে জানা যায়, আট বছর বয়সী শিশুটি কুমিল্লার মেঘনা থানাধীন চানপুর গ্রাম থেকে নিখোঁজ হয় গত ১৮ ডিসেম্বর। মেঘনা থানায় ওই দিন এসংক্রান্ত একটি নিখোঁজ জিডি করা হয়েছিল। এরপর আসামিরা শিশুর পিতার কাছে মুক্তিপণ হিসেবে প্রথমে এক কোটি টাকা, পরে ৫০ লাখ টাকা, সর্বশেষ ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পুলিশ জানায়, শিশুটিকে তার পিতা-মাতার কাছে হস্তান্তর করা হয়েছে। আর গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কুমিল্লার মেঘনা থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC