রবিবার ৭ ডিসেম্বর, ২০২৫

কুমিল্লা জেলা প্রশাসকের তিতাস উপজেলা পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক

Comilla Deputy Commissioner visits Titas Upazila
কুমিল্লা জেলা প্রশাসকের তিতাস উপজেলা পরিদর্শন/ছবি: মিডিয়া রিলিজ

তিতাস উপজেলা পরিদর্শন করেছেন কুমিল্লার জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার। 

আজ সোমবার (২২ সেপ্টেম্বর) পরিদর্শন কর্মসূচির শুরুতে তিনি গাজীপুর খান স্কুল অ্যান্ড কলেজ-এ নবনির্মিত প্রোগ্রামিং ক্লাবের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি অভিভাবকদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন।

শিক্ষার মানোন্নয়ন ও পাঠ্যাভ্যাস প্রসারের লক্ষ্যে জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের লাইব্রেরির জন্য বই হস্তান্তর করেন। তিনি বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের হাতে এসব বই তুলে দেন।

সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবে তিনি উপজেলার দুস্থদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন।

এছাড়াও, জেলা প্রশাসক ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি এবং কর্মচারীদের জন্য আয়োজিত কর্মদক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মসূচীতে অংশ নেন।

সফরের শেষ পর্যায়ে তিনি উপজেলার সকল সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় যোগ দেন। এসময় তিনি উপজেলার সামগ্রিক উন্নয়নের জন্য সকল সরকারি দপ্তরের মধ্যে সমন্বয় করে কাজ করার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন