কুমিল্লা জেলার ১৮টি থানার মধ্যে আগস্ট-২০২৫ মাসে ব্রাহ্মণপাড়া থানা প্রথম স্থান অর্জন করেছে।
সোমবার (২২ সেপ্টেম্বর) জেলার মাসিক আইনশৃঙ্খলা সভায় পর্যালোচনা করে ব্রাহ্মণপাড়া থানাকে প্রথম স্থান নির্বাচিত করেন।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন, মামলা নিষ্পত্তি, বিট পুলিশিং, জনসেবা এবং সার্বিক কার্যক্রমের মূল্যায়নে গত আগস্ট মাসে জেলার ১৮টি থানার মধ্যে ব্রাহ্মণপাড়া থানা এই প্রথম স্থান অর্জন করে।
ব্রাহ্মণপাড়া থানার কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার ফলশ্রুতিতে এই অর্জন সম্ভব হয়েছে।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়ার সার্বিক দিক-নির্দেশনা এবং সকল কর্মকর্তা-কর্মচারীদের নিবিড় তদারকি ও নিরলস পরিশ্রমের কারনে থানার কর্মদক্ষতা সবার কাছে প্রশংসা কুড়িয়েছে।
বিশেষ করে অপরাধ প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা, দ্রুততম সময়ে মামলা তদন্ত ও নিষ্পত্তি, চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে কার্যকর ভূমিকা, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থাপনা, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে জনগণের দোঁড়গোড়ায় পুলিশি সেবা পৌঁছে দেওয়া, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, জনবান্ধব পুলিশিং কার্যক্রম বাস্তবায়ন এসব ক্ষেত্রে ব্রাহ্মণপাড়া থানা উল্লেখযোগ্য সাফল্য দেখাতে সক্ষম হয়েছে।
এই কৃতিত্বপূর্ণ অর্জন থানার সকল পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে জেলার অন্যান্য থানার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন উর্ধ্বতন কর্মকর্তারা।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC