
মোঃ বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
কুমিল্লা জেলা পুলিশের অক্টোবর-২০২৫ মাসের শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণপাড়া থানা ও শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হলেন (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম ও এসআই মেহেদী হাসান জুয়েল।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) কুমিল্লা জেলা পুলিশের কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খাঁন শ্রেষ্ঠ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম এর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন।
জানা গেছে, অক্টোবর-২০২৫ মাসে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার, মামলা নিষ্পত্তি এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখায় এ সম্মাননা অর্জন করেন ব্রাহ্মণপাড়া থানার (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম।
পাশাপাশি জননিরাপত্তা বিধান ও জনগণের আস্থা অর্জনে তার আন্তরিকতা ও নেতৃত্বগুণ সহকর্মীদের মধ্যেও প্রশংসিত হয়েছে।
পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, ব্রাহ্মণপাড়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব ও কর্তব্য। জনগণের সেবা দিতে আমি সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। এই স্বীকৃতি আমার ও আমার সহকর্মীদের দায়িত্ববোধ বাড়াবে এবং কাজের প্রতি উৎসাহ জোগাবে। যোগদানের পর প্রথম মাসে সার্বিক মূল্যায়নে ব্রাহ্মণপাড়া থানা কুমিল্লা জেলায় প্রথম স্থান অর্জন করায় এবং শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী হিসেবে আমাকে নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC