কুমিল্লা জেলখানায় নাজিমের সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টায় কুমিল্লা জেলখানায় সাক্ষাৎ করতে যাবেন তিনি।
ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দুপুর ১২টায় কুমিল্লা জেলখানায় নাজিমের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর ৩টায় মায়ের কবর জিয়ারত এবং ৪টায় নাজিমের পরিবারের সাথে সাক্ষাৎ করবেন। ওই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কুমিল্লা উত্তর জেলা, কুমিল্লা দক্ষিণ জেলা ও কুমিল্লা মহানগর নেতাদের সক্রিয় উপস্থিতি ও সহযোগিতার নির্দেশ প্রদান করা হলো।
এতে আরও বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের পতন ঘটলেও নবরূপে এবং নানাভাবে ফ্যাসিবাদ আবারও এখানে জেঁকে বসার আশঙ্কা খুবই দৃশ্যমান। বিশেষত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ যেন দিনে দিনে কুমিল্লার মুরাদনগরের মাফিয়া হিসেবে আত্মপ্রকাশ করেছে! জাতীয় নাগরিক পার্টির সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট এই পক্ষপাতদুষ্ট উপদেষ্টার প্রত্যক্ষ ইন্ধনে করা একটি মিথ্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নিলেও সম্প্রতি কুমিল্লার নিম্ন আদালতে স্থানীয় ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করা হয়। এই সংবাদ শুনে মুরাদনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদের মা হার্ট অ্যাট্যাকে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এরপর নানা প্রশাসনিক টালবাহানার পর প্যারোলে জামিন নিয়ে নাজিম তার মায়ের জানাজায় অংশগ্রহণ করে। গণঅভ্যুত্থান-উত্তর যে কাঙ্ক্ষিত রাজনৈতিক সংস্কৃতির প্রত্যাশা, সেই জনপ্রত্যাশার বিপরীতে অবস্থান নিয়ে ছাত্রনেতা নাজিমের ওপর এ ধরনের নিষ্ঠুর নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC