কুমিল্লার চান্দিনা উপজেলা মহাসড়কের সাথে ঐতিহ্যবাহী চান্দিনা একটি জনপ্রিয় বড় বাজার। এই বাজারে ঢাকা -চট্রগ্রাম হাইওয়ে রাস্তা থেকে চান্দিনা বাজারের পশ্চিম মেইন রোড হতে বাজারের পূর্বপ্রান্ত পযর্ন্ত গিয়ে এই রাস্তা থেকে শাখা হয়ে দক্ষিণরে কয়েকটি উপজেলায় রাস্তা গিয়েছে।
হাইওয়ে থেকে নেমে কয়েকটি উপজেলার মানুষ এই বাজারের রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। যেখানে হাজার হাজার ক্রেতা ও বিক্রেতা এসে থাকেন।
কুমিল্লা জেলার চান্দিনা বাজার রাস্তার করুণ দশা! রাস্তার বিভিন্ন অংশের কার্পেটিং ওঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট- বড় অসংখ্য গর্ত। একটু বৃষ্টি হলেই এসব গর্ত পানিতে ভরে থাকে। কাঁদা পানিতে হাঁটার কারণে বিভিন্ন বয়সী মানুষের জামা কাপড় নষ্ট হওয়ার পাশাপাশি বিভিন্ন রোগেও আক্রান্ত হচ্ছে।
গাড়ির কথা বাদ দিয়ে অটো রিক্সা, ভ্যান গাড়ি কিংবা সিএনজি পর্যন্ত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এমনকি চলাফেরাও। বর্তমানে এই রাস্তাটি পড়েছে চরম দুর্ভোগে।
এই বাজারে যে পরিমাণ মানুষ ও যানবাহন চলাচল করছে সেই হারে চান্দিনা বাজারের রাস্তাটি প্রায়সময় যানযট লেগে থাকে। সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এই রাস্তাটি।
এলাকাবাসী ও সড়ক ব্যবহারকারীর পক্ষ থেকে জনদূর্ভোগ দূর করতে চান্দিনা বাজার রাস্তাটি চওড়া সহ দ্রুত মেরামত এবং পয়োনিষ্কাশন (ড্রেনেজ) ব্যবস্থার মাধ্যমে চলাচলের উপযোগী করে তোলার জন্য প্রশাসনের প্রতি আহবান জানাচ্ছি।
মোহাম্মদ ইমাদ উদ্দীন, সংগঠক ও কলামিস্ট।
চান্দিনা উপজেলা, কুমিল্লা থেকে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC