বৃহস্পতিবার ৯ অক্টোবর, ২০২৫

কুমিল্লা গোমতী নদী থেকে বালু উত্তোলন, ঠিকাদারকে ১০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক

Contractor fined Tk 1 million for illegal sand extraction from Comilla Gomti River
কুমিল্লা গোমতী নদী থেকে বালু উত্তোলন, ঠিকাদারকে ১০ লাখ টাকা জরিমানা/ছবি: সংগৃহীত

কুমিল্লা আদর্শ সদরে গোমতী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ‘হামীম ইন্টারন্যাশনাল অ্যান্ড রাশেদুজ্জামান পিটার কোং’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে প্রতিষ্ঠানটির এক প্রকৌশলীকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

গতকাল বুধবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে এই সাজা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান।

সাজাপ্রাপ্ত প্রকৌশলীর নাম ওহিদুল ইসলাম। তিনি গোলাবাড়ি ব্রিজ প্রকল্পের ঠিকাদার প্রতিষ্ঠান হামীম ইন্টারন্যাশনাল অ্যান্ড রাশেদুজ্জামান পিটার কোং-এর সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা জাহান জানান, এলজিইডি নিয়োজিত ঠিকাদার প্রতিষ্ঠানটি গোলাবাড়ি ব্রিজ নির্মাণ করার ফাঁকে গোমতী নদীর গোলাবাড়ি পয়েন্ট-এর চর থেকে অবৈধভাবে ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন করছিল। তিনি উল্লেখ করেন, “যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। এটি নদী ও সেতু উভয়ের জন্য ক্ষতিকর।”

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী এই শাস্তি প্রদান করা হয়। ১০ লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এই সময় বালু উত্তোলনকারী ড্রেজারটিও অপসারণ করা হয়।

আরও পড়ুন