
কুমিল্লার বুক চিরে বয়ে যাওয়া গোমতী নদীর মাটি কেটে নেওয়ার মহোৎসব রুখতে কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশাসন। গত কয়েকদিনে একাধিক অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত ট্রাক, ড্রাম ট্রাক, ট্রাক্টর এবং ভেকু জব্দ করা হয়েছে। একই সঙ্গে আটক করা হয়েছে মাটিখেকো চক্রের বেশ কয়েকজনকে।
প্রশাসনের সূত্রে জানা গেছে, গত ০৫ মার্চ থেকে ০৮ মার্চের মধ্যে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পালপাড়া ব্রিজ, দুর্গাপুর ও পাঁচথুবীর হানকিজলা এলাকায় একাধিক অভিযান চালানো হয়। এসব অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।
অভিযানে জব্দ করা হয়েছে ৩টি ড্রাম ট্রাক, ২টি বড় ট্রাক, ২টি ট্রাক্টর এবং ২টি ভেকুর ব্যাটারি। এছাড়া, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী ২ জনকে ১ মাস করে কারাদণ্ড এবং ৪টি মামলায় ১,১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
সর্বশেষ অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা মোতাবেক ১ জনকে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদর্শ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানজিনা জাহানের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।
তিনি জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গোমতী নদীর মাটি রক্ষা করতে প্রশাসনের এই কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে কুমিল্লার সচেতন মহল। তারা মনে করেন, এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলে মাটিখেকোদের দৌরাত্ম্য বন্ধ হবে এবং গোমতী নদীর প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা সম্ভব হবে।