
নিজস্ব প্রতিবেদক
বুধবার (২৬ নভেম্বর) কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানার অস্থায়ী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার কোতোয়ালী মডেল থানার বহুল প্রত্যাশিত মডেল ব্যারাক নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে বর্তমানে ব্যবহৃত থানা ভবন ভেঙে খুব শিগগিরই নতুন নির্মাণকাজ শুরু করা হবে। এ নির্মাণকাজ চলাকালে থানার প্রশাসনিক কার্যক্রম অব্যাহত রাখা এবং অফিসার ও ফোর্সদের আবাসন ও দাপ্তরিক সুবিধা নিশ্চিত করতে একটি অস্থায়ী ভবন নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেন পুলিশ সুপার কুমিল্লা মহোদয়।
এই অস্থায়ী স্থাপনা নির্মাণের মাধ্যমে থানার প্রশাসনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও জনবান্ধব রূপ পাবে। একই সঙ্গে সেবাগ্রহীতারা স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা ও দক্ষতার সঙ্গে সকল প্রকার পুলিশি সেবা গ্রহণ করতে পারবেন।
পুলিশ কর্তৃক বাস্তবায়িত নতুন এই অবকাঠামো জনসাধারণের সেবার মান বৃদ্ধি, দ্রুত সেবা প্রদান এবং সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC