মে ১৯, ২০২৪

রবিবার ১৯ মে, ২০২৪

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত

Eid-ul-Fitr congregation at Cumilla Central Eidgah
ছবি: রাইজিং কুমিল্লা/শাদমান আল আরবী

কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়তে মুসল্লিদের ঢল নেমেছে। আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে সকাল থেকে কুমিল্লার বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন।

এর আগে সকাল ৮ টার দিকে কুমিল্লা ঈদগাহ ময়দানে সরেজমিন দেখা যায়, নামাজ আদায়ের জন্য ঈদগাহের মূল ফটকের সামনে মানুষের সারি। হাজারো মুসল্লি সারিবদ্ধভাবে ঈদগাহে ঢুকছেন। নামাজের নির্দিষ্ট সময়ের আগেই জাতীয় ঈদগাহ পরিপূর্ণ হয়ে যায়।

ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতিত্ব করেছেন কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদ এবং কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ’র ইমাম ও খতীব হাফেজ মুফতী মোহাম্মদ ইব্রাহীম ক্বাদেরী।

অন্যদিকে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার ঈদুল ফিতরের অন্যান্য মসজিদের জামাত ইসলামী ফাউন্ডেশন কুমিল্লার দেয়া সময়ে সকাল ৮টা থেকে ৯টার মধ্যে অনুষ্ঠিত হয়েছে।