দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের প্রেমু গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ। রুবেল ওই গ্রামের সফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট দেবিদ্বার পৌর এলাকার স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রাজ্জাক খুন হন। সে ঘটনায় হওয়া মামলায় ৫ নাম্বার এজাহারনামীয় আসামি রুবেল। এছাড়া তার বিরুদ্ধে আবু বকর নামে এক শিক্ষার্থীকে পিটিয়ে হত্যাচেষ্টার মামলাও রয়েছে।
গত ৫ আগস্টের পর থেকে পলাতক পলাতক ছিলেন রুবেল। পরে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তবর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টাদের নিয়ে বিভ্রান্তিকর পোস্ট ও গুজব ছড়ান তিনি।
এ বিষয়ে ওসি শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, ‘রুবেল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কুমিল্লা উত্তর জেলা সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলা রয়েছে। মঙ্গলবার সকালে তাকে কুমিল্লা আদালতে তুলে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।’
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC