কুমিল্লার হোমনা উপজেলায় ঘর থেকে মা-ছেলেসহ তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ঘাগুটিয়া গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- হোমনা উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামের রেজাউলের মেয়ে মাহামুদা (৩৫), তার ছেলে সাহাত (৯) ও ভাতিজি তিশা (১৫)।
এ বিষয়ে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন বলেন, ‘তিনজনের গলায় ফাঁস লাগানো ছিল। ঘটনাস্থলে রয়েছি। প্রাথমিকভাবে পরিকল্পিত হত্যা বলে ধারণা করছি। বিস্তারিত পরে জানানো হবে।’
স্থানীয়রা জানান, বড় ঘাগুটিয়া গ্রামের মো. শাহপরান ঢাকায় একটি চাকরি করেন। বুধবার রাতে তার স্ত্রী-ছেলে ও এক ভাইয়ের মেয়ে তিশা ঘুমিয়ে ছিল। রাতের কোনো একসময় তাদেরকে দুর্বৃত্তরা গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করে পালিয়ে যায়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC