জানুয়ারি ২২, ২০২৫

বুধবার ২২ জানুয়ারি, ২০২৫

শিশুকে পুকুরে ফেলে দেওয়া কুমিল্লার সেই শিক্ষক কারাগারে

Allegation against the teacher for throwing the child into the pond while playing with sand in Comilla
ছবিটি শিশুকে ডোবায় ফেলে দেওয়ার পর ধারণ করা ভিডিও থেকে সংগৃহীত

কুমিল্লার বুড়িচং উপজেলায় বালু নিয়ে খেলা করায় মিফতাহুল মাওয়া নামের ৪ বছরের এক শিশুকে পুকুরের পানিতে ফেলে দেওয়ার অভিযোগে শাহজাহান ফজলুর নামের এক শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল ইসলামের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কুমিল্লা আদালতের পুলিশ পরিদর্শক মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি বিকালে ওই ঘটনা ঘটে। সেদিন বুড়িচং সদর ইউনিয়নের পূর্বপাড়া মঞ্জুর আলী সর্দার বাড়িতে সড়কের পাশে থাকা বালু নিয়ে খেলছিল শিশুটি। এ সময় বিষয়টি তার সামনে পড়ায় রেগে তাকে পাশের পুকুরে ছুড়ে ফেলেন।

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। সেদিন রাতেই আহত শিশুর মা সামছুন নাহার তানিয়া বাদী হয়ে বুড়িচং থানায় একটি মামলা করেন। তারপর থেকে আত্মগোপনে ছিলেন শাহজাহান ফজলুর রহমান।

তবে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তারের পর আজ (মঙ্গলবার) আদালতে তুললে তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠান বিচারক।

শাহজাহান ফজলুর রহমান মেমোরিয়েল কলেজ অব টেকনোলজির শিক্ষক। আর আহত শিশু মাওয়া পূর্বপাড়া মঞ্জুর আলী সর্দার বাড়ির সৌদিপ্রবাসী নজির আহমেদের মেয়ে।