মার্চ ২১, ২০২৫

শুক্রবার ২১ মার্চ, ২০২৫

কুমিল্লার সুয়াগাজীতে বুলডোজার দিয়ে ভাঙা হলো শতাধিক অবৈধ স্থাপনা

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জোড়কানন পশ্চিম ইউনিয়নের সুয়াগাজী বাজারে উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (২০ মার্চ) সড়ক ও জনপথ বিভাগের অধিগ্রহণকৃত এবং সরকারি খাস জমিতে অবৈধভাবে নির্মিত প্রায় শতাধিক অস্থায়ী দোকান ও স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক, কুমিল্লার নির্দেশে সদর দক্ষিণ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। সকাল থেকেই বুলডোজার আর শ্রমিকদের তৎপরতায় মুখর ছিল সুয়াগাজী বাজার এলাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই এই এলাকায় অবৈধ দোকানপাট ও স্থাপনা গড়ে উঠেছিল, যার ফলে জনসাধারণের চলাচলে বিঘ্ন ঘটছিল। আজকের এই অভিযানে স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন।

এসময় উচ্ছেদ অভিযানে সড়ক ও জনপথ বিভাগের প্রতিনিধি, সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ এবং আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। সকাল থেকে শুরু হওয়া এই অভিযান চলে বিকেল পর্যন্ত।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ রেফাঈ আবিদ জানান, ‘অবৈধ স্থাপনা সরানোর নির্দেশ দেওয়া হলেও দখলকারীরা কর্ণপাত করেনি, তাই বাজারের বেশকিছু দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পরবর্তীতে ও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ‘সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ এটা আমাদের নিয়মিত কার্যক্রম। জনগণ যাতে স্বস্তিতে চলাচল করতে পারে এবং সরকারি জায়গা যাতে দখলমুক্ত থাকে সে জন্য এই অভিযান চালানো হয়েছে।’