বুধবার ১০ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লার সীমান্ত দিয়ে ‘ভারতে পাচারের সময়’ ৪৪০ কেজি ইলিশ জব্দ

মোঃ বাছির উদ্দিন

RisingCumilla.Com - 440 kg of hilsa seized through the border of Comilla 'during smuggling to India'
ছবি: প্রতিনিধি

অবৈধভাবে ভারতে পাচারের সময় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে ৪শত ৪০ কেজি ইলিশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে ভারত-বাংলাদেশ সীমান্তের ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের মানড়া নামক স্থান থেকে ইলিশগুলো জব্দ করা হয়।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছ বিজিবির কুমিল্লা সেক্টরের ৬০ ব্যাটালিয়ন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শশীদল এলাকায় সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালায় বিজিবির ৬০ ব্যাটালিয়ানের একটি আভিযানিক টহল দল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা ১৭টি বাক্সে থাকা ৪৪০ কেজি ইলিশ ফেলে চলে যায়।

পরে সেগুলো জব্দ করা হয়। ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকার সীমান্ত পিলার ২০৫৭/২-এস থেকে ৫০০ গজ ভেতরে বাংলাদেশের মানড়া নামক স্থান থেকে ইলিশগুলো জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৯ লাখ ৬৮ হাজার টাকা। সেসব অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

তবে এই ঘটনায় কাউকে আটক করা যায় নি। চোরাকারবারিদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলেও বিজিবি সূত্র জানায়।

আরও পড়ুন