
কুমিল্লার সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে চোরাচালানকৃত প্রায় ৫ কোটি টাকার মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়েছে। এ সময় একটি কাভার্ড ভ্যানও আটক করা হয়।
কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ আজ শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় বিজিবির একটি টহল দল অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মোবাইল ডিসপ্লে ভর্তি একটি কাভার্ড ভ্যান ফেলে পালিয়ে যায়।
পরে বিজিবি সদস্যরা কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ১৩ হাজার ৫২৭টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করে।
জব্দ করা এসব ডিসপ্লে এবং কাভার্ড ভ্যানের আনুমানিক মূল্য ৪ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকা। জব্দকৃত মালামালগুলো বর্তমানে কাস্টমসে জমা দেওয়া হয়েছে।