
চাঁদপুরের কচুয়া থানাধীন জগতপুর এলাকা থেকে সাড়ে ৩৪.৫ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যানও জব্দ করা হয়।
শনিবার (০২ আগষ্ট) রাতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি দল এ অভিযান পরিচালনা করেন। একইদিন দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা র্যাব ১১ সিপিসি ২।
গ্রেফতারকৃত রিপন কুমিল্লার চান্দিনা থানার আরিপাড়া গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁদপুরসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল।
মাদকের বিরুদ্ধে র্যাবের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের কার্যক্রম অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।