মঙ্গলবার ১৫ জুলাই, ২০২৫

কুমিল্লার সীমান্ত এলাকা থেকে দেড় কোটি টাকার ভারতীয় মোবাইল-ডিসপ্লে আটক

ছবি: সংগৃহীত

কুমিল্লায় ১ কোটি ৫৪ লাখ ৬৩ হাজার ৭শতক টাকা মূল্যের অবৈধভাবে আনা ভারতীয় মোবাইল ফোন ও ডিসপ্লে আটক করেছে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী (বিজিবি)

সোমবার (১০ ফেব্রুয়ারি) চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের নোয়াপুর সীমান্তবর্তী এলাকা থেকে এসব মোবাইল জব্দ করা হয়।

১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) আমানগন্ডা বিওপির বিশেষ টহলদল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নোয়াপুর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১০৯ পিস বিভিন্ন প্রকার ভারতীয় মোবাইল ফোন এবং ২৭০০টি মোবাইল ফোনের ডিসপ্লে আটক করা হয়।

১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, কুমিল্লার সীমান্তবর্তী নোয়াপুর এলাকা থেকে ১০৯টি বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মোবাইল ফোন এবং দুই হাজার ৭০০টি মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার করা হয়।

আরও পড়ুন