কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ৪ বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সময়ে আসামিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত তুষার কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামের আলী আশরাফের ছেলে।
বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে কুমিল্লা জেলা নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এর বিচারক নাজমুল হল শ্যামল এ রায় দেন।
বাদী পক্ষের আইনজীবী মো. শরীফুল ইসলাম জানান, ২০১৮ সালের ১৭ ডিসেম্বর চকলেটের লোভ দেখিয়ে চার শিশু নাবিলাকে ধর্ষণের পর হত্যা করে পার্শ্ববর্তী একটি নির্মাণাধীন বাড়ির কার্নিশে সিমেন্টের ব্যাগে মুড়িয়ে ফেলে রাখে প্রতিবেশী যুবক মেহেরাজ। এই ঘটনায় নাবিলার দাদা আবদুল আজীজ বাদী হয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ৬ বছর আদালতে মামলাটি বিচারাধীন থাকার পর বুধবার নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এর বিচারক আসামি মেহরাজকে মৃত্যদণ্ডাদেশ দেন।
এ বিষয়ে নিহত নাবিলার মা হালিমা আক্তার বলেন, ‘গত সাত বছর ধরে মেয়ে হত্যার বিচারের জন্য আদালতের বারান্দায় বারান্দায় ঘুরেছি। অবশেষে রায় হয়েছে, এতে আমি সন্তুষ্ট।’
এ বিষয়ে কুমিল্লা নারী ও শিশু ট্রাইব্যুনালের পিপি বদিউল আলম সুজন বলেন, মামলায় ১৮ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামিকে মৃত্যুদ- দিয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC