'কুমিল্লা বিভাগের সাথে নয়, নোয়াখালী বিভাগ চায় লক্ষ্মীপুরবাসী। এ দাবিতে মানববন্ধন পালন করেছে জেলার বাসিন্দারা।'
আজ রবিবার (১২ জানুয়ারী) বেলা ১১ টার দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃহত্তর নোয়াখালীর এক কোটি মানুষের প্রাণের দাবিতে বিভাগ বাস্তবায়নে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের হস্তক্ষেপ চেয়েছে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ ও সম্মিলিত লক্ষ্মীপুরবাসী ।
মানববন্ধনে লক্ষ্মীপুরের বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদ, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। পরে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়।
মানববন্ধনে বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল বলেন, 'ধনে, মনে, জনে, ইতিহাস, ঐতিহ্যে ও অর্থনৈতিক উন্নয়নে' পরিপূর্ণ ২০০ বছরের পুরনো জেলা আমাদের নোয়াখালী।
ঐতিহ্যবাহী এই জেলাটি বাংলাদেশের জাতীয় অর্থনীতির শতকরা ৩৬ ভাগ নিয়ন্ত্রণ করছে। এছাড়াও ৭ লক্ষাধিক প্রবাসী অধ্যুষ্যিত এই জেলার প্রবাসীদের রেমিট্যান্সে জাতীয় অর্থনীতির চাকা সচল রয়েছে। সবদিক বিবেচনায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ রুহুল আমিনসহ জ্ঞানীগুণীর জেলা নোয়াখালীই ৯ম প্রশাসনিক বিভাগের যোগ্য দাবিদার।
তিনি বলেন, ত্রিপুরার ভগ্নাংশ কুমিল্লায় আমরা বৃহত্তর নোয়াখালীর বাসিন্দারা থাকতে চাই না। 'নোয়াখালীর স্বনামেই' নোয়াখালীকে বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন, নোয়াখালীর গণমানুষের অনুমতি ছাড়া কিংবা গণশুনানী ছাড়া যদি কুমিল্লার সাথে নোয়াখালীকে সংযুক্ত করে বিভাগ ঘোষণা করা হয়, তাহলে বৃহত্তর নোয়াখালীবাসী কখনোই তা মেনে নেবেনা। প্রয়োজনে বিভাগের দাবিতে লাগাতার আন্দোলন কর্মসূচি দেয়া হবে। আর বিভাগের বিষয়ে যদি নোয়াখালীকে নিয়ে কোনো ধরণের চক্রান্ত করা হয়, তাহলে নোয়াখালীর তরুণ প্রজম্ম প্রয়োজনে আদালতের শরনাপন্ন হবে। তবুও নোয়াখালীকে বিভাগের ঘোষণা না নিয়ে ঘরে ফিরবে না।
এছাড়া মানববন্ধনে বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের লক্ষ্মীপুর জেলা শাখার সমন্বয়ক কামালুর রহিম সমর, এড. সামসুল ফারুক, নিরাপদ নোয়াখালী চাই সংগঠনের ঢাকাস্থ সমন্বয়ক মো. শাহজালাল, বৃহত্তর নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সমন্বয়ক সময় মুরাদ, সমন্বয়ক মো. খোরশেদ আলম, ড্রিম লাইট হেল্প সেন্টারের সভাপতি হোসাইনুল বাসার সিয়াম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC