কুমিল্লার লালমাই উপজেলার দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে সোমবার (১৩ অক্টোবর) এক ব্যতিক্রমী সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন 'লাল সবুজ উন্নয়ন সংঘে'র উদ্যোগে মাদকাসক্তি, ইভটিজিং এবং বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী একযোগে মাদক, ইভটিজিং ও স্মার্টফোনে আসক্তিকে 'লাল কার্ড' প্রদর্শন করে এর বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং শপথ গ্রহণ করে। শপথ বাক্য পাঠ করান লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা।
লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডাঃ তানজিনা জেরিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তফাজ্জল হোসেন মজুমদার এবং সংগঠনের উপদেষ্টা হাবিবুর রহমান স্বপন।
এছাড়াও এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি আব্দুল হান্নান হৃদয়, সাধারণ সম্পাদক মোঃ নাঈম, যুগ্ম সাধারণ সম্পাদক আনিস সরকার, সদস্য সাদমান তাসিন, অপু, ইয়াছিন প্রমুখ।
অনুষ্ঠান শেষে ৩০০ শিক্ষার্থী সম্মিলিতভাবে শপথ বাক্য পাঠ করেন।
এছাড়া স্যার, ইভটিজিং থেকে কিভাবে মুক্তি পাবো? বাল্য বিবাহ হলে কি করবো? কাকে জানাবো অথবা বাল্য বিবাহ প্রতিরোধের উপায় কি? স্কুলে আসা যাওয়ার পথে মাদক সেবন করতে দেখি, তখন আমাদের কি করনীয়? স্মার্ট ফোনে আসক্তি থেকে কিভাবে মুক্তি পাবো? এমন অসংখ্য প্রশ্ন ছিলো শিক্ষার্থীদের অতিথিদের কাছে। তবে এক এক করে সব প্রশ্নের সমাধান দিয়েছেন অতিথিরা।
এ সময় অনেক শিক্ষার্থী নিজেদের ব্যক্তিগত অঙ্গীকার ব্যক্ত করে বলেন, "আমি কখনো মাদক সেবন করব না, কখনো দুর্নীতির সঙ্গে জড়াব না। আমি সময় নষ্ট করে স্মার্টফোনে আসক্ত হব না।"
তারা আরও বলেন, "আমি আজ ভালো মানুষ হওয়ার শপথ নিয়েছি।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC