কুমিল্লার লালমাইয়ে বসতবাড়ি বাড়ি থেকে একটি বানর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগৎপুর এলাকার বাসিন্দা নোমান (৩৫)-নামক এক ব্যক্তির বসতবাড়ি হতে একটি বানর উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ অনুযায়ী, অবৈধভাবে এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বানরটি রাখার অপরাধে তাকে ৫,০০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা।
একইসাথে, ভবিষ্যতে এ ধরনের কোনো অপরাধ করবেন না বলে তিনি একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেন।
স্থানীয়দের সহায়তায় বানরটিকে উদ্ধার করে লালমাই উদ্যানে অবমুক্ত করার জন্য উপজেলা বন কর্মকর্তা মো. জহিরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রী খীসা বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসন, লালমাই কর্তৃক এ ধরনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC