কুমিল্লার লালমাই উপজেলায় শতবর্ষী একটি বৌদ্ধবিহার থেকে মূর্তি চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লালমাই থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের আলোকদিয়া মধ্যমপাড়ার ধর্মদূত বৌদ্ধবিহারে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে বুধবার বিকেলে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম ও পুলিশ সদস্যরা বিহারটি পরিদর্শন করেছেন।
এ বিষয়ে ধর্মদূত বৌদ্ধবিহার পরিচালনা কমিটির সদস্য মিন্টু সিংহ সাংবাদিকদের জানায়, মঙ্গলবার দিবাগত রাত ২টার পরে চোরেরা পিকআপ ভ্যানে করে এসে বিহারের গেটের তালা ভেঙে একটি শতবর্ষী অষ্টধাতু মূর্তি, পাঁচটি তামার মূর্তি ও আইপিএসের দুটি ব্যাটারি নিয়ে গেছে। অন্য আরেকটি মূর্তি বিহারের মাঠে ভাঙা অবস্থায় পাওয়া গেছে।
এ বিষয়ে বিহারের পাশেই অবস্থিত আলোকদিয়া শাক্যমুনি প্যাগোডার দায়িত্বরত বৌদ্ধভিক্ষু প্রজ্ঞাদীপ্তি বলেন, আলোকদিয়া মধ্যমপাড়া এলাকায় অবস্থিত ধর্মদূত বৌদ্ধবিহারটি প্রায় শত বছরের পুরোনো।
এ বিষয়ে লালমাই থানার ওসি মো. শাহ আলম জানান, 'বিহারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েই বিহারটি পরিদর্শন করেছেন। রাতে ওই বিহারে কেউ থাকেন না। এ ছাড়া সিসি ক্যামেরাও ছিল না। এই সুযোগে বিহারের গেটের তালা ভেঙে চুরি হয়েছে। চুরি হওয়া মূর্তি উদ্ধার এবং চোরদের শনাক্ত করতে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।'
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC