পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করতে কুমিল্লার লালমাই উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে বাগমারা বাজারে গতকাল বুধবার (৫ মার্চ) দুপুরে বিশেষ মনিটরিং অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসার নেতৃত্বে একটি টিম বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করে। অভিযানকালে মুদি দোকানগুলোতে মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং স্বাভাবিক মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে ১০ জন ব্যবসায়ীকে ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
এসময় রমজানজুড়ে ভোক্তাসাধারণের স্বার্থ সংরক্ষণে নিত্যব্যবহার্য পণ্যের মূল্য যৌক্তিক ও স্থিতিশীল রাখা, কোনোভাবেই পণ্য মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি না করা এবং ভেজাল বা নিম্নমানের পণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকল ব্যবসায়ীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা জানান, "রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষা করা আমাদের প্রধান লক্ষ্য। আমরা নিয়মিত বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করব এবং কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।"
অভিযানে উপস্থিত ভোক্তারা লালমাই উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও ভেজালমুক্ত পণ্য সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC