এপ্রিল ৩, ২০২৫

বৃহস্পতিবার ৩ এপ্রিল, ২০২৫

কুমিল্লার লালমাইয়ের ইমাম-ইউএনওর সমঝোতা করে দিলেন জেলা প্রশাসক

Cumilla's Lalmai Imam-UNO reconciled with the Deputy Commissioner
কুমিল্লার লালমাইয়ের ইমাম-ইউএনওর সমঝোতা করে দিলেন জেলা প্রশাসক। ছবি: সংগৃহীত

কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ভাটরা কাচারি কেন্দ্রীয় মসজিদের ইমাম আবুল বাশার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফোরকান এলাহির জুমার নামাজের ‘একটু সরে কাতারে (লাইনে) দাঁড়াতে’ বলাকে কেন্দ্র করে যে মধ্যকার সমস্যা তৈরি হয়েছিল তা মিটমাট করে দিয়েছেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান।

রবিবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসকের দপ্তরে ইউএনও এবং ইমামকে ডেকে আনা হয়। এরপর জেলা প্রশাসক দুজনের বক্তব্য শোনেন। পরে ইউএনও তাঁর গাড়িতে করে ইমামকে নিয়ে মসজিদে যান। এরপর তাঁরা ওই মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পংকজ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন। পংকজ বড়ুয়া বলেন, ‘ডিসি স্যার দুজনকে মিলিয়ে দেন।’

এর আগে গত ১৩ অক্টোবর জুমার নামাজে সারিতে দাঁড়ানো নিয়ে ইউএনওর সঙ্গে মসজিদের মোয়াজ্জিন ও ইমামের ঝামেলা হয়। এরপর ওই ইমামকে চাকরিচ্যুত করা হয়। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হলে জেলা প্রশাসক তাঁদের ডাকেন।

পড়ুন – কুমিল্লার লালমাইয়ে মসজিদে ইউএনওকে সরে বসতে বলায় চাকরি হারালেন ইমাম

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া সাংবাদিকদের জানান, ‘বৈঠকে বিষয়টি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। ভুল বুঝাবুঝির কারণে এমনটি হয়েছে, বৈঠকে বিষয়টির সুরাহা হয়েছে। বৈঠক শেষে ইউএনওর গাড়িতে করে ইমাম লালমাইয়ের উদ্দেশ্যে চলে গেছেন।’