বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা শাখার কমিটির আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন মেঘনা উপজেলার তামিম গাজী। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ এনে পদত্যাগের ঘোষণা দিয়েছে আহ্বায়ক কমিটির এ সদস্য।
তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতির মাধ্যমে এ ঘোষণা দেন।
তামিম গাজী তার পোস্টে উল্লেখ করেন, "কীভাবে বা কোন প্রক্রিয়ায় আমার নাম এই কমিটিতে যুক্ত হয়েছে, সে সম্পর্কে আমি সম্পূর্ণ অনবগত।"
তিনি জানান, সংগঠনটির মূলনীতি ও আদর্শের প্রতি তার সমর্থন থাকলেও, এটি রাজনৈতিক সংগঠনে পরিণত হওয়ায় তিনি এর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে চান না। পাশাপাশি ভবিষ্যতেও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ না করার প্রতিশ্রুতি দেন।
এছাড়া তামিম গাজী তার শুভাকাঙ্ক্ষী ও অনুসারীদের উদ্দেশে বলেন, "সত্যপ্রেম ও মানবতার সেবায় পথ-পদবির প্রয়োজন হয় না। আমি দেশ ও মানুষের কল্যাণে সবসময় প্রস্তুত।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC