
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানিগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে অতিরিক্ত ভাড়া আদায়, অবৈধ পার্কিং ও যানজট নিরসনে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও বিআরটিএ, কুমিল্লা।
আজ শুক্রবার (৪ এপ্রিল) এই অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮ লঙ্ঘনের দায়ে দুটি মামলায় মোট ১৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান সূত্রে জানা গেছে, যানবাহনের স্বাভাবিক গতি বজায় রাখতে হাইওয়ের উপর স্থাপিত অবৈধ বাজার ও সিএন্ডজি, অটো-রিকশা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অবৈধ গাড়ি পার্কিং অপসারণ করা হয়। বিআরটিএ কর্তৃক নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৩৪ ধারা লঙ্ঘনের দায়ে ৮০ ধারায় দুটি মামলায় মোট ১৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া, যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়া তাৎক্ষণিকভাবে ফেরত দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যাত্রীদের হয়রানি রোধে এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন বদ্ধপরিকর।