কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া দড়িপাড়া গ্রামে শনিবার রাতে শিয়ালের কামড়ে এক শিশুসহ সাতজন আহত হয়েছেন। আহতদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত ব্যক্তিরা হলেন—মোচাগড়া গ্রামের জুবায়ের (৯), মোবারক (১৯), মাইনুদ্দিন (৩৮), আরিফ (২৩), আবু সাঈদ (২০), রিফাত (১৭) ও চান মিয়া (৬৪)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার মাগরিবের নামাজ শেষে মুসল্লিরা যখন মসজিদ থেকে বের হচ্ছিলেন, ঠিক তখনই একটি শিয়াল হঠাৎ দৌড়ে এসে একজনকে কামড় দেয়। এর পরপরই শিয়ালটি আরেকজনের পায়ে কামড় বসায়। এরপর শিয়ালটি যখন দৌড়ে পালানোর চেষ্টা করে, তখন সামনে যাকে পেয়েছে, তাকেই এলোপাথাড়ি কামড়াতে থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় শিয়ালটির আচরণ ছিল অস্বাভাবিক ও পাগলাটে ধরনের। পরে এলাকাবাসী একত্রিত হয়ে রাতেই ওই অস্বাভাবিক শিয়ালটিকে ধাওয়া করে মেরে ফেলে।
শিয়ালের এই আকস্মিক তাণ্ডবে শিশুসহ মোট সাতজন আহত হন। এলাকাবাসী ও পরিবারের সদস্যরা দ্রুত আহতদের উদ্ধার করে রাতে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের প্রাথমিক চিকিৎসা দেন এবং সঙ্গে সঙ্গে 'র্যাবিস ভ্যাকসিন' প্রদান করেন। আক্রান্তদের কেউ আশঙ্কাজনক না হওয়ায় তাঁদের প্রাথমিক চিকিৎসার পরই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তবে পরবর্তী ভ্যাকসিনগুলো নির্ধারিত সময়ে নেওয়ার জন্য তাঁদের পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে রোববার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম মানিক সাংবাদিকদের এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "শনিবার রাতে শিয়ালের কামড়ে আহতরা হাসপাতালে আসলে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভ্যাকসিন প্রদান করা হয়েছে এবং সবাই বর্তমানে সুস্থ আছেন।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC