কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় বিষাক্ত স্পিরিট পানে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোরে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বাখরাবাদ গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন দক্ষিণ বাখরাবাদ গ্রামের বাসিন্দা তপন চন্দ্র সরকার (৫০) এবং পলাশ চক্রবর্তী (৩৮)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে তপন ও পলাশ স্পিরিট জাতীয় অ্যালকোহল পান করেন। এর কিছুক্ষণ পরেই তারা দুজনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাদের মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পলাশকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, তপনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এই ঘটনার খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ বিকেলে ঘটনাস্থলে পৌঁছায়। তারা পলাশের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। তবে, পুলিশ পৌঁছানোর আগেই তপন চন্দ্র সরকারের মরদেহ দাহ করে ফেলে তার পরিবার।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান বলেন, "প্রাথমিক তদন্তে আমরা জানতে পেরেছি, হোমিওপ্যাথি দোকান থেকে কেনা স্পিরিট পানেই এই দুজনের মৃত্যু হয়েছে। বিষাক্ত অ্যালকোহলের উৎস খুঁজে বের করতে আমাদের তদন্ত অব্যাহত আছে।"
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC