শুক্রবার ২৪ অক্টোবর, ২০২৫

কুমিল্লার মুরাদনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ২৮০ জন

নিজস্ব প্রতিবেদক

280 people received free eye treatment in Muradnagar, Comilla
কুমিল্লার মুরাদনগরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ২৮০ জন/ছবি: সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় আজ শুক্রবার (২৪ অক্টোবর) দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। এই সেবায় মোট ২৮০ জন নারী-পুরুষ উপকৃত হয়েছেন।

কুমিল্লা চক্ষু হাসপাতাল (যা বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির একটি প্রতিষ্ঠান)-এর তত্ত্বাবধানে এই চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। উপজেলার দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতি-এর আয়োজনে স্থানীয় পায়ব হাজী আব্দুল গনি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চিকিৎসা ক্যাম্পে চোখের সাধারণ সমস্যা নির্ণয়, ছানি পরীক্ষা, দৃষ্টিশক্তি পরিমাপসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ চক্ষু পরীক্ষা করা হয়। প্রয়োজনে অনেক রোগীদের বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

কুমিল্লা চক্ষু হাসপাতালের ৮ জন চিকিৎসকের একটি বিশেষজ্ঞ দল বিনামূল্যে এই চক্ষু সেবা ক্যাম্পে অংশ নেন। চিকিৎসা প্রদানের পাশাপাশি এই চিকিৎসক দল চোখে ছানি পড়া ৭০ জন রোগীকে অপারেশনের জন্য বাছাই করেন। এই ৭০ জন রোগীকে আগামী শনিবার ও রোববার পর্যায়ক্রমে কুমিল্লা চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশন করা হবে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এম. কে আহসান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ মুরাদনগর কল্যাণ সমিতির উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. এনামুল হক খান, সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান-সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আরও পড়ুন