কুমিল্লার মুরাদনগর উপজেলায় চুরির অভিযোগে গণপিটুনিতে ফারুক নামে এক চোর নিহত হয়েছে।
গতকাল রবিবার (১৮ আগস্ট) ভোরে উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর।
গণপিটুনিতে নিহত ফারুক (৩৫) উপজেলার মির্জাপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।
জানা গেছে, রোববার ভোরে একই গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে শরীফ মিয়ার বাড়িতে চুরি করতে যায় ফারুক। এ সময় বাড়ির মালিক চোরকে দেখে ফেলেন। তিনি চোর চোর করে চিৎকার করলে স্থানীয়রা চোরকে আটক করলে উৎসুক জনতা গণপিটুনি দেয়। এতে ফারুক অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মুরাদনগর থানার ওসি প্রভাস চন্দ্র ধর বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেকে) প্রেরণ করা হয়েছে। ভিকটিমের পরিবার লিখিত অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC