মঙ্গলবার ১৯ আগস্ট, ২০২৫

কুমিল্লার মুরাদনগরে খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রতীকি ছবি/সংগৃহীত

কুমিল্লার মুরাদনগর উপজেলায় খেলাধুলা করতে গিয়ে বাড়ির পাশের ডোবায় পড়ে সিফাত হোসেন (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার কামাল্লা ইউনিয়নের কামারচর গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিশু ওই গ্রামের বজলু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু সিফাত প্রতিদিনের মতো বাড়ির বাইরে খেলাধুলা করছিল। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি ডোবায় তাকে ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুচেতা ভট্টাচার্য জানান, শিশুটিকে যখন হাসপাতালে আনা হয়, তখন তার পালস, রক্তচাপ ও হৃৎস্পন্দন কিছুই ছিল না। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, শিশুটি পানিতে ডুবে গিয়েছিল। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন