কুমিল্লার মুরাদনগর উপজেলায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় গতকাল মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) উপজেলার পশ্চিম বাঙ্গরা ইউপির নবীয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
তারা হলেন আবদুল মতিনের স্ত্রী রাবেয়া (২৬) ও ছেলে আবদুল্লাহ (৩)।
জানা গেছে, পাঁচ বছর আগে প্রবাসী আবদুল মতিনের সঙ্গে পারিবারিকভাবে উপজেলার কোরবানপুর গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে রাবেয়া বেগমের সঙ্গে বিয়ে হয়।
নিহতের বাবা ইদ্রিস মিয়া বলেন, ‘আমার মেয়ের পা দুটি মাটিতে লেগে আছে। ফাঁসির চিত্র দেখে স্পষ্ট বুঝা যায় মা-ছেলেকে মেরে রশিতে ঝুলিয়ে রাখা হয়েছে।’
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান বলেন, স্থানীয়রা মা ও ছেলেকে বসতঘরের আড়ার মধ্যে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC