জানুয়ারি ১৫, ২০২৫

বুধবার ১৫ জানুয়ারি, ২০২৫

কুমিল্লার মাধাইয়া বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই অর্ধশত দোকান

A terrible fire broke out in Comilla's Madhaiya market, half a hundred shops were burnt to ashes
ছবি কোলাজ: রাইজিং কুমিল্লা

দেশজুড়ে গত কয়েকমাস ধরে আগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে। এবার কুমিল্লা চান্দিনার মাধাইয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ছাড়া বড় ধরনের ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

এর আগে রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে মাধাইয়া বাজারটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশেই অবস্থিত। অগ্নিকাণ্ডের ঘটনায় মহাসড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।

এ বিষয়ে মাধাইয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম জামাল বলেন, অগ্নিকাণ্ডে বাজারের শতাধিক দোকান পুড়ে গেছে। আমরা সবাই নিঃস্ব হয়ে গেছি। ক্ষতি নিরূপণের চেষ্টা করছি।

এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুমিল্লার সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, আগুনে পুড়ে যাওয়া সবগুলো দোকান ব্যবসা প্রতিষ্ঠান ছিল। এজন্য আর্থিক ক্ষয়-ক্ষতির পরিমাণও বিপুল। তবে এখনও কোনোও নিহত বা আহতের খবর পাওয়া যায়নি।