এপ্রিল ২, ২০২৫

বুধবার ২ এপ্রিল, ২০২৫

কুমিল্লার মনোহরগঞ্জে যাত্রী সেজে সিএনজি ছিনতাই, গ্রেপ্তার ১

RisingCumilla.Com - Manoharganj, Cumilla robbed of CNG, 1 arrested
ছবি: সংগৃহীত

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় যাত্রী সেজে সিএনজিতে উঠে চালককে ছুরিকাঘাত করে নগদ ১৫ হাজার টাকাসহ একটি সিএনজি ছিনতাই করে নিয়ে গেছে দৃর্বৃত্তরা। এ ঘটনায় সিএনজি চালকের অভিযোগের পর শনিবার (২৩ মার্চ) দেবিদ্ধার উপজেলার একটি গ্যারেজ থেকে সিএনজিটি উদ্ধার করে মনোহরগঞ্জ থানা পুলিশ।

এছাড়া জড়িত এক গ্যারেজ মালিককে আটক করে রোববার (২৪ মার্চ) কুমিল্লার আদালতে পাঠিয়েছে পুলিশ। মনোহরগঞ্জ থানার ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবির ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা গেছে, ২২ মার্চ রাতে লাকসাম উপজেলা থেকে রাত প্রায় আড়াইটায় যাত্রী নিয়ে মনোহরগঞ্জে আসেন সিএনজি চালক আবুল কাশেম (৪০)। যাত্রী নামিয়ে প্রায় পৌনে তিনটার দিকে আবার লাকসামের উদ্দেশ্যে রওয়ানা হলে উপজেলার মনোহরগঞ্জ-লাকসাম সড়কের গোয়ালিয়ারা তিন রাস্তার মোড়ে অপেক্ষমান ৪ যাত্রী সিগন্যাল দিয়ে সিএনজিটি থামায়।

এ সময় যাত্রীদের সঙ্গে থাকা একজন শারীরিক প্রতিবিন্ধী যাত্রীকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার কথা বললে চালক তাদের গাড়িতে উঠায়। একটু সামনে গিয়ে তারা চালকের গতিরোধ করে ও তাকে ছুরিকাঘাত করে তার কাছে থাকা নগদ পনের হাজার টাকাসহ সিএনজিটি ছিনতাই করে।

এ ঘটনায় সিএনজি চালক ২৩ মার্চ অজ্ঞাতনামা চার জনকে আসামি করে মনোহরগঞ্জ থানায় একটি অভিযোগ করলে একইদিন জেলার দেবিদ্ধার থানা পুলিশের সহায়তায় মনোহরগঞ্জ থানা পুলিশ সিএনজিটি উদ্ধার করে।

এ বিষয়ে মনোহরগঞ্জ থানার ওসি বলেন, দেবিদ্বার উপজেলার মাসিকহারা গ্রামে একটি গ্যারেজ থেকে সিএনজিটি উদ্বার করা হয়েছে এবং গ্যারেজ মালিক আলাউদ্দিন (৩৮) কে আটক করে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।