কুমিল্লার মনোহরগঞ্জে এক দুবাই প্রবাসীর স্ত্রীকে (৩০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সুজন (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।
মঙ্গলবার (১ এপ্রিল) সন্ধ্যায় ভুক্তভোগী নারী বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় উপজেলার সরসপুর দক্ষিণপাড়া নতুন বাড়িতে এই ধর্ষণের ঘটনাটি ঘটে।
এজাহারে ভুক্তভোগী নারী অভিযোগ করেন, তার স্বামী দুবাই প্রবাসী। তিনি তার একমাত্র সন্তানকে নিয়ে বাড়িতে বসবাস করেন। ঘটনার রাতে সুজন দরজায় ধাক্কাধাক্কি করে এবং কিছু টাকা চায়। টাকা দিতে অস্বীকার করলে সুজন তার শ্লীলতাহানি করে এবং জোরপূর্বক ধর্ষণ করে।
পরদিন সকালে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে এবং অভিযুক্ত সুজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC