
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১ নভেম্বর) উপজেলা যুব উন্নয়ন অফিসের উদ্যোগে এই আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ মিলনায়াতনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আবদুল কাইয়ুম চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি যুব উন্নয়নে প্রশিক্ষন প্রাপ্ত ১৩ জন বেকার যুবককে ৬ লক্ষ ৩০ হাজার টাকার চেক প্রদান করেন এবং ১০ জনকে প্রশিক্ষনের সনদপত্র বিতরন করেন।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম পাঠান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল আজিজ, উপজেলা সমবায় কর্মকর্তা তানভীর আহমেদ প্রমুখ।