কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় চুরি যাওয়া গরুসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে উপজেলার চড্ডা পাটোয়ারী বাড়ি থেকে ওই দুই চোরকে আটক করে পুলিশ। এ ঘটনায় আটককৃতদের কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হানিফ সরকার এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
হানিফ সরকার জানান, গত ৭ মার্চ দিবাগত রাতে সরসপুর থেকে আবদুল মতিনের এক লাখ টাকা মূল্যের ১টি ধূসর রঙের গাভী ও লাল রঙের বকনা বাছুর চুরি হয়। পরে প্রযুক্তির সহায়তায় একই এলাকার পিকআপ চালক মুক্তার হোসেনকে (৫২) আটক করা হয়। তার দেওয়া তথ্যে চোর চক্রের সদস্য ভাউপুর মির্জা বাড়ির আব্দুল খালেককে (৬৫) আটক করা হয়।
পরে এসআই জিকু শীলের নেতৃত্বে অভিযান চালিয়ে চোর চক্রের সদস্য হুমায়ুন কবিরের (চড্ডা, পাটোয়ারী বাড়ি) বাড়ি থেকে গরু ও বাছুর উদ্ধার করে পুলিশ। অভিযানকালে চোর চক্রের মূলহোতা পিকআপ মালিক ভাউপুর মির্জাবাড়ীর নাছির উদ্দিন (৪০) ও হুমায়ুন কবির পালিয়ে যায়।
এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে মনোহরগঞ্জে থানায় মামলা দায়ের করেন।
কুমিল্লার সহকারী পুলিশ সুপার (লাকসাম সার্কেল) সোমেন মজুমদার বলেন, আটককৃতদের আদালতে চালান দেওয়া হয়েছে। পুরো চোর চক্রটি ধরার জন্য পুলিশ কাজ করছে।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC