বৃহস্পতিবার ২৩ অক্টোবর, ২০২৫

‎‎কুমিল্লার ব্রাহ্মণপাড়া শিদলাই ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ

‎‎কুমিল্লার ব্রাহ্মণপাড়া শিদলাই ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ/ছবি: প্রতিনিধি

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি:

‎কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নে মাদকের ভয়াবহ বিস্তার রোধে এক মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) বিকালে শিদলাই ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের অংশগ্রহনে শিদলাই বাজারে এই মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়। সভায় অতি শীঘ্রই মাদকবিরোধী ইউনিয়ন কমিটি ও ওয়ার্ড কমিটি করার সিদ্ধান্ত হয়।

এছাড়া যারা মাদক সেবন ও বিক্রি করে তাদেরকে দ্রুত সংশোধনের জন্য নির্দেশ দেওয়া হয় অন্যাথায় সামাজিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিদলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর।

এসময় সাবেক ইউপি চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন সরকার, ইউপি সদস্য মো. নাছির উদ্দিন, সমাজসেবক তাজুল ইসলামসহ এলাকার তরুণ-যুবক ও গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এবিষয়ে শিদলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম (আলাউল) আকবর বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধে নেমেছি। ইউনিয়নের সর্বস্তরের জনগনকে সাথে নিয়ে মাদক বন্ধ করবো। সেজন্য এলাকার সকলের সহযোগিতা প্রয়োজন।

 

আরও পড়ুন