কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর উত্তরপাড়ায় দিলু মিয়ার পুকুর থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পুকুরের পানিতে এক ব্যক্তির লাশ ভেসে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন।
খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোঃ মেহেদী হাসান জুয়েল ও এসআই সৈকতসহ পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজেদুল ইসলাম বলেন, “এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত্যুর কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্য শনিবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, লাশ থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় কেউ কাছে যেতে পারেনি।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC