কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে পূর্ব শত্রুতার জের ধরে জামিল আহমেদ ইমন (২২) নামে এক যুবককে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন।
মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় ৯ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে। পরে আহত ব্যাক্তিকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত জামিল আহমেদ ইমন ওই এলাকার (অবসরপ্রাপ্ত) পুলিশ সদস্য মোঃ জহিরুল হক (৬০) এর ছেলে।
এবিষয়ে আহতের পিতা মোঃ জহিরুল হক থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিদলাই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মালেক মেম্বারের বাড়ির (অবসরপ্রাপ্ত) পুলিশ সদস্য মোঃ জহিরুল হকের সাথে বিবাদী মোঃ অলিউল্লাহ এর ছেলে মোঃ বিল্লাল হোসেন মাসুম (২৪) ও তার ভাই মোঃ হাবিব (২০), মৃত সুন্দর আলীর ছেলে মোঃ অলিউল্লাহ (৫০) ও তার স্ত্রী মোসাঃ হালেমা আক্তার (৪৫) এর সাথে পূর্ব হতে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো।
এরই সূত্র ধরে (৭ অক্টোবর) মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় মোঃ জহিরুল হকের ছেলে জামিল আহমেদ ইমন একই এলাকার একটি কাপড়ের দোকানে বসা ছিলো। সেখানে আগে থেকে উৎপেতে থাকা বিবাদী মোঃ বিল্লাল হোসেন মাসুম ও তার ভাই মোঃ হাবিবসহ অজ্ঞাত আরো কয়েকজন সন্ত্রাসীরা মোঃ অলিউল্লাহ ও তার স্ত্রী মোসাঃ হালেমা আক্তার এর হুকুমে তার উপর অতর্কিত হামলা চালায়।
এসময় তাদের হাতে থাকা দারালো দা দিয়ে হত্যার উদ্দ্যেশ্য জামিল আহমেদ ইমন এর মাথায় কোপ দিয়ে মারাত্নক জখম করে। এছাড়া তাদের হাতে থাকা লোহার রড দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় পিটিয়ে গুরুত্বর আহত করে।
পরে জামিল আহমেদ ইমন আহত অবস্থায় মাটিতে পড়ে গেলে তার সাথে থাকা একটি স্বর্ণের বেসলাইট এবং ব্যবসায়ের নগদ ১৪ হাজার টাকা লুট করে নিয়ে যায়। পরে এলাকাবাসী উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে সেখানে তাকে ভর্তি করানো হয়। এবিষয়ে আহতের পিতা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবী করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC