কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বস্তায় আদা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। স্বল্প পুঁজি বিনিয়োগ করে অল্প সময়ে উচ্চ মূল্যের মসলা জাতীয় ফসল আদা চাষে বস্তা পদ্ধতিতে ঝুঁকছেন তরুণ উদ্যোক্তারা। সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিয়নে শুরু হয়েছে বস্তায় আদা চাষ।
উপজেলার চান্দলা ইউনিয়নের ধলগ্রাম এর কৃষক মো. আব্দুল হান্নান ৩০ বস্তায় আদা চাষ করছেন। এ পদ্ধতিতে আদা চাষে এলাকায় রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন।
উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে বস্তায় আদা চাষ সম্প্রসারণে কৃষকরা উদ্বুদ্ধ হচ্ছে। বস্তায় আদা চাষ একটি লাভজনক পদ্ধতি বলে জানান কৃষক আব্দুল হান্নান। তিনি বলেন, খোলা জায়গা, পতিত জমি, ছাদে, বাড়ির আঙিনায়ও বস্তায় আদা চাষ করা যায়। কৃষি অফিস ও চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, এ পদ্ধতিতে প্রথমে বস্তায় পরিমাণ মতো জৈব ও রাসায়নিক সার এবং বেলে দো-আঁশ মাটি দিতে হয়। এর সঙ্গে দানাদার কীটনাশক মিশিয়ে দিতে হয়। একেকটি বস্তায় ২০ থেকে ২৫ কেজি মাটি দিতে হয়। পরে তাতে বীজ আদা রোপণ করতে হয়। একেকটি বস্তায় তিনটি চারা রোপণ করা হয়। বস্তাপ্রতি খরচ হয় ৫০ টাকার মতো।। ফলন ভালো হলে দেড় কেজির মতো আদা পাওয়া যায়। প্রতি কেজি আদা পাইকারি ২৫০ ও খুচরা ৩৫০ টাকায় বিক্রি হয়।
[caption id="attachment_45133" align="alignnone" width="1200"] বস্তায় আদা চাষ/প্রতীকি ছবি এআই/রাইজিং কুমিল্লা[/caption]
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মাসুদ রানা বলেন, আদা চাষে বেশি পরিচর্যা বা পরিশ্রম লাগে না। আর বস্তা পদ্ধতিতে করলে আগাছা বেশি হয় না। রোপণের পর সার প্রয়োজন হয় না। এই ফসল চাষে অতিরিক্ত জায়গারও প্রয়োজন হয় না। এতে কৃষকরা লাভবান হয়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC