বুধবার ১৫ অক্টোবর, ২০২৫

‎‎কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

Rising Cumilla - 2 battery-powered mixers stolen in one night in Chandina, Comilla
‎‎কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জামায়াতে ইসলামীর নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত/ছবি: প্রতিনিধি

‎কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের নাইঘর ৮ ও ৯ নং ওয়ার্ডের নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বাদ এশা নাইঘর মোনাফ ব্যাপারী মার্কেটে এই নির্বাচনী সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়।

এতে নাইঘর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মো. কামরুল হাসান ভূইঁয়া এর সভাপতিত্বে ও বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ গিয়াস উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন

‎কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন।

প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক আলমগীর হোসেন সরকার।

প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, বুড়িচং উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট সাইফুল আলম, সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাঈন উদ্দিন সাঈদ, উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারন সম্পাদক মো. কামরুল হাছান, সদর ইউনিয়ন শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ডাঃ হিরন মিয়া।

এসময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীর মার্কা দাড়িঁপাল্লা প্রতিকে কাজ করার অঙ্গীকার করা হয়। সবশেষে দোয়া ও মোনাজাত করেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী।

আরও পড়ুন