বুধবার ৩ সেপ্টেম্বর, ২০২৫

‎কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

Rising Cumilla -Colorful rally to mark BNP's 47th founding anniversary in Brahmanpara, Comilla
‎কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি/ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে৷

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা বিএনপির প্রধান কার্যালয় সামনে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ের সামনে এসে শেষ হয়৷

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও বর্ণাঢ্য রেলিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন৷ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী আমির হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কবির আহাম্মদ ভূইয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহবায়ক শাহ আলম খোকন, যুগ্মআহবায়ক মোঃ মহসিন কবির সরকার, বুড়িচং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কামাল হেসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আনিসুর রহমান রিপন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান সাজু৷

এসময় কুমিল্লা দঃ জেলা যুবদলের সদস্য এড. আবদুল্লাহ আল মামুন,উপজেলা যুবদলের আহবায়ক মোঃ মোস্তফা জামান, সদস্য সচিব মোঃ এনামুল হক সুমন, সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম মিঠু, শ্রমিক দলের সভাপতি হাজী মোঃ আবু কাউছার, ছাত্রদলের আহবায়ক দিদারুল আলম ভূইয়া, সদস্য সচিব মোঃ ফয়সাল কবির আখন্দসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্য্যায়ের নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন৷

এসময় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এবং আগামীর বাংলাদেশের কর্নধার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়৷ সেই সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জিয়া পরিবার নিয়ে সকলপ্রকার ষড়যন্ত্র দেশের সাধারন মানুষ নিয়ে রুখে দেবার কঠিন হুঁশিয়ারী প্রদান করেন

আরও পড়ুন