মঙ্গলবার ২৯ জুলাই, ২০২৫

‎কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার

ছবি: সংগৃহীত

র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অভিযানে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের সালদানদী এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে।

গত (২৭ জুলাই) রবিবার বিকালে এই অভিযান পরিচালনা করা হয়। এতে নের্তৃত্ব দেন র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের এসআই মো. সহিদুল ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, র্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের সালদানদী রেলস্টেশনের সামনে এক ব্যাক্তি র্যাবের উপস্থিতি টের পেয়ে সুকৌশলে একটি বস্তা ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে বস্তা তল্লাশী করলে বস্তার ভেতর থেকে পাঁচটি বান্ডিলে দুই কেজি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করে।

এবিষয়ে ব্রাহ্মণপাড়া থানায় অজ্ঞাত পলাতক আসামীসহ একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব এবিষয়ে সত্যতা নিশ্চিত করেছে।

আরও পড়ুন