কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামে বসত বাড়ীর পাশে পোল্ট্রি ফার্মের কারণে পরিবেশে দূর্গন্ধ সৃষ্টি ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভ্রাম্যমান আদালতে এক খামার মালিককে জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ মে) সকালে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এর নের্তৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এতে উপজেলা প্রাণিসম্পদ কার্য্যালয়ের ভেটেরিনারি সার্জন ডাঃ ফাতেমাতুয জোহরা ও আনসার সদস্যরা ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এর নের্তৃত্বে উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামে বাড়ীর পাশে পোল্ট্রি ফার্মের কারণে পরিবেশ দূর্গন্ধ সৃষ্টি এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এক পোল্ট্রি খামারী মালিককে পশু আইন -২০০৫ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয় ও ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।
এসময় ফার্মে পরিষ্কার পরিচ্ছন্নতা সঠিকভাবে মেনে চলা এবং প্রয়োজনীয় কাগজপত্র হালনাগাদ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসন সূত্রে জানা যায়।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC