
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদরের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “জামিয়া ইসলামিয়া মাদ্রাসায়” দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গণে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন পাঠ করা হয়।
এতে মাদ্রাসার সুপার মাওলানা রেজাউল করিম এর সভাপতিত্বে ও সহ-সুপার মাইনুদ্দিন সাঈদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি মোঃ আব্দুল বারী। এবছর এই মাদ্রাসা থেকে ১৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহন করবে।
সর্বশেষ দাখিল পরীক্ষার্থীদের সুস্বাস্থ্য ও সাফল্যে কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় মাদ্রাসার সহকারি শিক্ষক যথাক্রমে মাওলানা রফিকুল ইসলাম শাহীন, মাওলানা ওবায়েদ উল্লাহ, মাওলানা বাছির উদ্দিনসহ শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।