ঈদকে ঘিরে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ৯টি পরিবহনকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৬ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার সদর স্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান এর নের্তৃত্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সড়ক পরিবহন আইনে সিএনজি অটোরিক্সা চালককে জরিমানা করা হয়।
এতে ৯টি পরিবহনকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া গ্রহনে সিএনজি অটোরিক্সা চালকদের জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান বলেন, যাত্রীদের ভোগান্তি দূর করতে অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে। অভিযানে থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগীতা করেন।
সম্পাদক : শাদমান আল আরবী | নির্বাহী সম্পাদক : তানভীর আল আরবী
ঠিকানা : ঝাউতলা, ১ম কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০। ফোন : ০১৩১৬১৮৬৯৪০, ই-মেইল : [email protected], বিজ্ঞাপন: [email protected], নিউজরুম: [email protected] © ২০২৩ রাইজিং কুমিল্লা সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Design & Developed by BDIGITIC