ফেব্রুয়ারি ২১, ২০২৫

শুক্রবার ২১ ফেব্রুয়ারি, ২০২৫

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এনআরবিসি ব্যাংক এর উপশাখার শুভ উদ্বোধন

Rising Cumilla - Release ATM Azhar or leave said Central Nayeb Amir
ছবি: সংগৃহীত

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন “মোলফত আলী টাওয়ারে” এনআরবিসি ব্যাংক এর উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকাল ১১টায় ফিতা কেটে এই ব্যাংকের উপশাখার শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন পাঠ করা হয়।

এতে এনআরবিসি ব্যাংক পিএলসি ময়নামতি শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোঃ ইনজামামুল এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংক পিএলসি কুমিল্লার আঞ্চলিক প্রধান মোঃ কামরুল হাসান, এনআরবিসি ব্যাংক পিএলসি মেঘনা জোন এর জোনাল হেড কাজী মোহাম্মদ জিয়াউল করিম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জহিরুল হক।

এসময় কুমিল্লা টাওয়ার হসপিটালের পরিচালক মোঃ আব্দুল মান্নান, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি (ভারপ্রাপ্ত) কাজী শাহ আলম খোকন, এনআরবিসি ব্যাংক পিএলসি ব্রাহ্মণপাড়া উপশাখার ব্রাঞ্চ ম্যানেজার মিজানুর রহমান, হাজী মোঃ দেলোয়ার হোসেন, আনোয়ার হোসেনসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, গ্রাহকবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, এনআরবিসি ব্যাংক জনগনের আমানতের ব্যাংক। জনগনের আস্থার প্রতীক। দেশের সংকট মুহূর্তে এই ব্যাংক তাদের কার্যক্রম পরিচালনা করে ছিলো। আগামীতে এই ব্যাংক আরো গতিশীল হবে বলেও আশা করেন বক্তারা। সবশেষে ব্যাংকের সাফল্য ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন ক্বারী মিনহাজুল আবেদীন (ছফুভী)।